লেখকের কথা
আল্লাাহ্ রাব্বুল আলামীনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এবং দরূদ ও সালাম তাঁর প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন, হযরত মোহাম্মদ (সাঃ) ও তাঁর পবিত্র ইতরাত, আহলে বাইত (আঃ)-এর উপর। “কোরআন ও হাদীসের আলোকে আহলে বাইত (আঃ)-ই নাজাতের তরী বা ত্রাণকর্তা” গ্রন্থখানার ‘সংশোধিত কিছু নতুন তথ্য সংযোজিত সংস্করণ’ প্রকাশ করতে পেরে। কৃতজ্ঞতা জানাচ্ছি সে সমস্ত সহৃদয় পাঠক ও পাঠিকাদের যারা আমার লেখা ও গবেষণাধর্মী প্রথম গ্রন্থ “কোরআন ও হাদীসের আলোকে *আহ্লে বাইত (আঃ)-ই নাজাতের তরী বা ত্রাণকর্তা” যা প্রথম ২০০৪ ইং সালে প্রকাশ হবার সাথে সাথে পাঠক মহলে বেশ আলোচিত হয়েছে এবং এই গ্রন্থখানা আগ্রহের সাথে সংগ্রহ করেছেন এবং হৃদয় দিয়ে পাঠ করে সত্যকে অনুধাবন করার চেষ্টা করেছেন। এ গ্রন্থ লেখার জন্য দেশ-বিদেশ থেকে “আশিকানে আহলে বাইত ও ভক্ত বৃন্দ” আমাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়ে আসছেন এবং গ্রন্থটির ‘সংশোধিত কিছু নতুন তথ্য সংযোজিত সংস্করণ’ প্রকাশ করার বার বার অনুরোধ করছিলেন, তাদের সেই অনুরোধকে সম্মান দেখিয়ে বিজ্ঞ পাঠক মহলের হাতে সংশোধিত কিছু নতুন তথ্য সংযোজিত সংস্করণ তুলে দিলাম। এবং যারা ২০০৪ ইং সালে প্রথম প্রকাশ থেকে এই নতুন তথ্য সংযোজিত সংস্করনে আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন ও এখনও করছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের উপযুক্ত প্রতিদান মহান আল্লাহর দরবারে সংরক্ষিত।
বিজ্ঞ পাঠক মহলের নিকট সনির্বন্ধ অনুরোধ রইল যে, অত্র পুস্তক খানিতে কোথাও কোন ক্রুটি-বিচ্যুতি দেখা গেলে আমাকে অবহিত করাবেন,তাহলে পরবর্তী সংস্করণে তা সংশোধন করার প্রয়াস পাব- ইনশাআল্লাহ ।
ওয়াসলাম,
মোহাম্মাদ নাজির হোসেন।
সংশোধিত সংস্করণ- ফেব্রুয়ারী-২০২৪ |
Reviews
There are no reviews yet.