সংকলকের কথা
আচ্ছালামুয়ালায় কুম।
পাকপাঞ্জাতন (সা.) এর অন্যতম সদস্য জ্ঞানের দরওয়াজা বেলায়েতের ইমাম, শেরে খোদা, মুমীনদের সর্দার, নবী করিম (সা.) এর ওয়াছি, প্রথম মুসলমান, রাসুলুল্লাহ (সা.) এর কলিজার টুকরা মা ফাতেমা (আ.) এর স্বামী, ইমাম হাসান (আ.) ও ইমাম হোসেন (আ.) এর পিতা, বেহেস্ত বণ্টনকারী কাবা শরীফে জন্মগ্রহণ কারী, আল্লাহর তরবারী, আলী করমাল্লাহ ওয়াজহু। যার অসংখ্য উপাধি রয়েছে। যিনি নবীজীর সাথে সদা সর্বদা ছায়ার মত ছিলেন। তাঁর হাদিস শরীফ আমাদের সমাজে নেই বললেই চলে।
তাই আমি আশেকে রাসুল ও আশেকে পাঞ্জাতন-এর চাহিদা পূরণের লক্ষ্যে ওয়াইজম্যান পাবলিকেশন প্রকাশিত “মীজানুল হীকা (প্রজ্ঞার মানদণ্ড), আয়াতুল্লাহ মুহাম্মদ মুহাম্মদী রেইশাহরি সংকলিত বাংলা অনুবাদ থেকে সংগ্রহ করেছি। বাংলা অনুবাদক জনাব এ কে এম রশিদুজ্জামান ও হারুনর রশিদ।
উক্ত বই থেকে ১০০০ (এক হাজার) হাদিস পাক সংগ্রহ করে এই সংকলনটি প্রস্তুত করেছি। আশা করি বিশ্বাসী (ইমানদার) জ্ঞান অন্নেষণকারী পাঠক সমাজ সংকলনটি পাঠ করে খুশী হবেন, আবেগাপ্লুত হবেন এবং নিজের জ্ঞান ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে উপকরণ খুঁজে পাবেন।
র্যামন পাবলিশার গুরুত্ব দিয়ে যত্ন সহকারে সংকলনটি প্রকাশ করায় স্বত্বাধিকারী সৈয়দ রহমত উল্লাহ রাজন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ।
যাদের আর্থিক সহযোগিতায় বইটি ছাপখানা থেকে বের হয়েছে তাদের সর্বাঙ্গিন মঙ্গলের জন্য পাঞ্জাতন (আ.) এর পাক দরবারে প্রার্থনা করছি। কোন প্রকার ত্রুটি চোখে পড়লে জানানোর অনুরোধ রইলো। ইন্শায়ল্লাহ সংশোধনে সচেষ্ট হবো।
বিনীত
ড. এস.এম ইলিয়াস |
Reviews
There are no reviews yet.