লেখকের কথা:
এ যুগে একদল লোক আছে যারা, আহলে বাইত –তথা পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম-এর গুণগান শুনলেই তাদের গায়ে আগুন জ্বলে উঠে যা নিতান্তই খারেজীদের স্বভাব। এজন্যই রাসুলে খোদা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খারেজীদের সম্পর্কে বলেছেন যে, ‘খারেজীরা জাহান্নামের কুকুর।’ সুতরাং-মহান আহলে বাইত তথা পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম- এর গুণগান করেছেন, স্বয়ং-আল্লাহ! ও রাসুলে আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কুরআন ও হাদীসে অসংখ্য অগণিত প্রমাণ আছে। যেমন ২৫-পারা, সুরা শুরা-২৩, নাম্বার আয়াতে মহান আহলে বাইত তথা পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালামকে মহব্বত করা, মহান আল্লাহ পাক ফরজ ঘোষণা করেছেন। হাদীস শরীফে উল্লেখ আছে, ‘‘আহলে বাইত তথা পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম-এর মহব্বত পরিপূর্ণ ঈমানের পরিচায়ক আর যে ব্যক্তি আহলে বাইত তথা- পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম-এর মহব্বত নিয়ে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবেন।’’
তাই পাঠক মহলে আহলে বাইত তথা পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম-এর শান ও গুণগান কুরআন ও হাদীসের আলোকে তুলে ধরার চেষ্টা করেছি। মহান আল্লাহ পাক যেন, আমাদের সকলের হৃদয়ে আহলে বাইত তথা পাক পাঞ্জাতন, আলাইহিমুস সালাম-এর মহব্বত ধারণ করার তৌফিক দান করেন -আমিন।
বিণীত গ্রন্থকার-
হাফেজ মুফতী আবু বকর সিদ্দীক হোসাইনী চিশতী
চিশতী সাহেব
Reviews
There are no reviews yet.