পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মহানবী (সা.)-এর আহলে বাইত: পরিচয়, বৈশিষ্ট্য ও মর্যাদা

Original price was: ৳ 50.00.Current price is: ৳ 40.00.

Title পবিত্র কুরআন ও হাদিসের আলোকে

মহানবী (সা.)-এর আহলে বাইত: পরিচয়, বৈশিষ্ট্য ও মর্যাদা

Author
Publisher
Edition 1st Edition , 2019
Number of Pages 80

বিসমিল্লাহির রাহমানির রাহীম

ভূমিকা

মহানবী (সা.)-এর পবিত্র আহলে বাইত (আ.) হলেন এমন এক সত্তা যাঁদের তুলনা কেবল তাঁরাই। যাঁদেরকে মহান আল্লাহ মহানবী (সা.)-এর মতোই পূতঃপবিত্র করেছেন। যাঁরা মহান আল্লাহর মনোনীত, সর্বোৎকৃষ্ট সৃষ্টির অন্তর্ভুক্ত, মহানবী (সা.)-এর উত্তরসূরি এবং তাঁর সুন্নাহর উৎস। তাঁরা ছিলেন শতভাগ সত্যবাদী, আল-কুরআনের প্রতিচ্ছবি তথা জীবন্ত কুরআন। মহানবী (সা.)-এর ভাষ্য অনুযায়ী আহলে বাইত (আ.) হলেন কিয়ামত পর্যন্ত আল-কুরআন থেকে অবিচ্ছিন্ন এক সত্তা তথা দ্বীনের সংরক্ষক।

অথচ বেদনাদায়ক হলেও সত্য যে আমাদের দ্বীনের এমন এক কর্তৃপক্ষের পরিচয়, বৈশিষ্ট্য এবং মর্যাদার কথা আমরা তেমন অবগত নই। তাঁদের সাথে আমাদের পরিচয়ও নেই বললেই চলে। তাঁদের শত্রুরা নেতৃত্ব ও কর্তৃত্বের মোহে হীন ষড়যন্ত্রের মাধ্যমে যেভাবে তাঁদেরকে অসম্মানিত করেছে, তাঁদের অধিকারকে পদদলিত করেছে, তেমনই সুকৌশলে দ্বীনের রক্ষক সেজে মহানবী (সা.)-এর পবিত্র আহলে বাইত (আ.)-এর পরিচয় ও মর্যাদাকে মুসলিম উম্মার দৃষ্টি থেকে আড়াল করার হীন প্রচেষ্টাও চালিয়েছে। আর যুগ যুগ ধরে আমাদের সমাজের কিছু আলেম নামধারী ব্যক্তি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রকারীদের ক্রীড়নকের দায়িত্ব পালন করেছেন।

তবে ষড়যন্ত্রকারীদের মনে রাখা উচিত, সত্যকে চিরস্থায়ীভাবে কখনও লুকিয়ে রাখা যায় না। তা সাময়িক মাত্র। এক সময় তা সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রকাশিত হবেই। সময় এসেছে সত্য উন্মোচিত হওয়ার। তাই আসুন মহাগ্রন্থ পবিত্র কুরআন এবং মহানবী (সা.)-এর বাণী থেকে মহান আল্লাহ মনোনীত মহানবী (সা.) পরবর্তী সুন্নাহর উৎসের (আহলে বাইত) অনুসন্ধান করি এবং তাঁদেরকে ধারণ করে সকল ভ্রষ্টতা থেকে নিজেদেরকে দূরে রেখে পরকালীন মুক্তির পথ খুঁজি। এ পুস্তকে মহানবী (সা.)-এর সত্যিকারের পূতঃপবিত্র আহলে বাইত কারা? তাঁদের বৈশিষ্ট্য ও মর্যাদাই বা কী? পবিত্র কুরআন ও হাদীসের আলোকে তা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। মহান আল্লাহ আমাদেরকে পবিত্র আহলে বাইত (আ.)-এর সঠিক পরিচয়, বৈশিষ্ট্য এবং মর্যাদা অনুধাবন করে তাঁদেরকে অনুসরণের মাধ্যমে পরকালীন মুক্তি দান করুন। আমিন।

আমার এ ক্ষুদ্র প্রচেষ্টাকে সুন্দর একটি বই এর রূপ দিতে যারা আন্তরিক পরামর্শসহ সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাঁদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষভাবে আলে রাসুল পাবলিকেশনের শাহাবাজ ভাই, নাঈম ভাই, সহকর্মী টিপু সুলতান ভাই, ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি কৃষিবিদ শ্রদ্ধেয় মীর সিদ্দিকুর রহমান ভাই, সম্পাদক মোজাফ্ফর ভাই এবং আসাদুজ্জামান রাব্বির প্রতি কৃতজ্ঞতা জানাই। বগুড়াস্থ ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বইটি প্রকাশনার দায়িত্ব নেওয়ায় এবং সহকর্মী টিপু সুলতান ভাই প্রকাশনায় সহযোগিতার হাত সম্প্রসারণ করায় তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য বিজ্ঞ পাঠকের ক্ষমাসুন্দর দৃষ্টি এবং ভুল সংশোধনে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

বিনীত

আ.জ.ম. মনিরুল ইসলাম

তারিখ: ১২ মার্চ ২০১৫ খ্রি.

Reviews

There are no reviews yet.

Be the first to review “পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মহানবী (সা.)-এর আহলে বাইত: পরিচয়, বৈশিষ্ট্য ও মর্যাদা”

Your email address will not be published. Required fields are marked *