ঐতিহাসিক কারবালা

Original price was: ৳ 350.00.Current price is: ৳ 300.00.

Title ঐতিহাসিক কারবালা
Compiler
Publisher
ISBN 9789849905530
Edition জুলাই, ২০২৫
Number of Pages 152

লেখকের কথা

ছোটবেলায় যখন খেলার সাথিদের নিয়ে খেলাধুলায় ব্যস্ত, তখন বাড়ির সামনের বড় রাস্তা দিয়ে মহরমের শোক মিছিল যাচ্ছিল। খেলার সাথিরাসহ তখন দৌড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মিছিল দেখেছিলাম। বাড়ি এসে মায়ের নিকট কারবালা প্রান্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা শুনে মনে যে বেদনা রেখাপাত করেছিল, আজও তা মোছেনি। তাই প্রতি বছর মহরম মাসে আশুরার মিছিলের পাশে দাঁড়িয়ে চলে যাই প্রিয় নবির দৌহিত্র ও সঙ্গীদের নৃশংস হত্যাকাণ্ডের স্থান কারবালায়।

তাই হজরত ইমাম হোসেন (আ.) ও শহিদানে কারবালার কিছু স্মৃতি ও প্রাসঙ্গিক কথা বহুদিন ধরে পাঠক সমাজের কাছে প্রকাশ করার মনস্থ করে লালন করে আসছি। অবশেষে সে ইচ্ছা পূর্ণ হওয়ায় পরম করুণাময়ের দরবারে শুকরিয়া আদায় করছি।

প্রতি বছর ধর্মপ্রাণ মুসলমান ও আহলে বায়েতের আশেকগণ ১লা মহরম হতে ১০ মহরম পর্যন্ত মিছিল, মর্সিয়া, মাতম, মিলাদ মাহফিল ইত্যাদি অনুষ্ঠান করে আহলে বায়েত ও শহিদানে কারবালার প্রতি শোক প্রকাশ করে থাকেন।

মহরম সম্বন্ধে ইতোপূর্বে অনেক কথা শুনেছি। এ বিষয়ে আমি গভীরভাবে মনোনিবেশ করে যে তথ্যাদি সংগ্রহ করতে সক্ষম হয়েছি, তাতে দেখা যায়-যে যাই বলুক না কেন এ অনুষ্ঠানের মুখ্য বিষয়টাই হলো আহলে বায়েত ও শহিদানে কারবালার প্রতি গভীর প্রেম, শ্রদ্ধা প্রদর্শন ও শোক প্রকাশ। স্মরণাতীত কাল হতে জাতি-ধর্ম নির্বিশেষে কারবালার এ হত্যাকাণ্ডে সবাই কম-বেশি মর্মাহত। পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এ শোকের আহাজারি চলতে থাকবে।

এ বইখানা লেখা হতে শুরু করে ছাপাখানায় যাওয়া পর্যন্ত বিভিন্ন ভাবে যাঁদের সহযোগিতা পেয়েছি এবং ভারতেও তথ্য সংগ্রহে যিনি সাথে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন, বিশেষ করে যার উৎসাহ ও সহযোগিতা না পেলে হয়ত এ বইখানা লেখা শেষ করা সম্ভবত হতো না তিনি হলেন পির সাহেব শাহ মোখলেছুর রহমান পানু মিয়া।

গুরুত্বপূর্ণ তথ্যাদি দিয়ে যিনি আমাকে সাহায্য করেছেন এবং পাণ্ডুলিপিটি মনোযোগ সহকারে পড়ে দেখেছেন তিনি হলেন পির সাহেব শাহ আমিনুর রহমান চুন্নুমিয়া, গড়পাড়া ইমাম বাড়ি মানিকগঞ্জ। তাঁদের উৎসাহ এবং অনুপ্রেরণারই ফলশ্রুতি এ ঐতিহাসিক কারবালা। শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের অতি আপনজন শ্রী আলোক ঘোষালকে (ভারত), যিনি রোদ, বৃষ্টি উপেক্ষা করে সপরিবারে আমাদের সাথে মুর্শিদাবাদ ও হুগলী গিয়েছেন।

বাংলাদেশের বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহে যাঁকে মাঝে মাঝে সাথি হিসেবে পেয়েছি তারা হলেন সৈয়দ হাবিবুর রহমান পারভেজ, প্রিয় ভাই শাহজাদা রহমান বাঁধন। তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

সর্বশেষে আমিনুল ইসলাম (লালন) ভাইয়ের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ যিনি বইটির অলংকরণে বিভিন্নভাবে সদা সহায়তা করেছেন এবং অল্প সময়ে বইটি ছাপা সমাপ্ত করেছেন। জানি না আমার ক্ষুদ্র প্রয়াসটুকু পাঠক সমাজে কতটুকু খেদমতে আসবে। তবে এতে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত মূল্যবান তথ্য সাধ্যমতো সন্নিবেশিত করার চেষ্টা করেছি।

যদি সুধী পাঠক সমাজ বইখানা পড়ে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবেই আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।

বইটি প্রকাশে তাড়াহুড়া করতে গিয়ে কিছু মুদ্রণ প্রমাদ থেকে যেতে পারে। সহৃদয় পাঠকের মতামত পেলে পরবর্তী সংস্করণে তা সংশোধনের প্রতিশ্রুতি রইল।

এস. এম. ইলিয়াছ

১৩/১১/১৯৯০

Reviews

There are no reviews yet.

Be the first to review “ঐতিহাসিক কারবালা”

Your email address will not be published. Required fields are marked *