সূচীপত্র
হজ্ব-পূর্ব প্রস্তুতি -৭
১। শিরক মুক্ত হওয়া -৮
২। ঈমান নবায়ন -৯
৩। ধর্মের পূর্ণ অনুসরণ -১১
৪। তওবা করা -১২
৫। হালাল উপার্জন -১৩
৬। হজ্ব সম্পর্কে জ্ঞান অর্জন ও পাপমুক্ত হওয়া -১৫
মক্কার প্রসিদ্ধ মসজিদ ও ঐতিহাসিক পাহাড়সমূহ -২০
কাবা ও তার পার্শ্ববর্তী কিছু পবিত্র স্থান -২৫
১। আল্লাহর ঘরের অভ্যন্তরে খালি স্থান -৩২
২। মুলতাজাম বা কা’বা ঘরের দরজা -৩২
৩। রোকনে ইয়ামানী (কাবার দরজার পেছনের দেয়ালের কৌনিক স্থান) -৩৩
৪। হাতীম বা হিজরে ইসমাইল -৩৪
৫। হাজরে আসওয়াদ -৩৪
৬। কা’বার গেলাফ -৩৫
৭। মাতাফ -৩৬
৮। মাকামে ইব্রাহীম -৩৭
৯। ছাফা ও মারওয়াহ্ পাহাড় -৩৮
১০। যম্যম্ কুপ -৩৮
১১। জান্নাতুল মুয়াল্লাহ অথবা আবু তালিব কবরস্থান -৪০
মদিনার পবিত্র মসজিদসমূহ -৪২
১। মসজিদে কুবা -৪২
২। মসজিদে জুমআ -৪৩
৩। মসজিদে গামামাহ্ -৪৩
৪। মসজিদে ক্বিবলাতাইন ৪৪
৫। খন্দকের স্থানের মসজিদসমূহ -৪৬
ঐতিহাসিক কুরবানী -৪৭
ওমরাহ্ তামাত্তুর আমল -৫৩
এক. ইহ্রাম বাঁধা -৫৪
দুই. তাওয়াফ -৫৫
তিন. তাওয়াফের নামাজ -৫৫
চার. সাঈ -৫৬
পাচ. তাক্বসীর -৫৭
ইহরাম বাঁধা অবস্থায় হারাম বা নিষিদ্ধ কাজ -৫৮
হজ্বে তামাত্তু’-র আমল -৬১
হজ্বে তামাত্তু’-র প্রতিটি আমলের সংক্ষিপ্ত বর্নণা -৬৪
এক. ইহরাম -৬৪
দুই. আরাফাতের ময়দানে আবস্থান -৬৪
তিন. মাশআরুল হারাম অথবা মুযদালিফাতে আবস্থান -৬৫
চার. দশই জিলহজ্বের সূর্যোদয় থেকে বার তারিখের দ্বি-প্রহর পর্যন্ত মিনাতে অবস্থান -৬৬
জিলহজ্বের ১২তম তারিখে মক্কায় পৌঁছে পর্যায়ক্রমে হজ্বের বাকী পাঁচটি আমল আঞ্জাম দেয়া -৬৮
হজ্ব-পূর্ব প্রস্তুতি
হজ্বব্রত পালন ও ওমরাহর জন্যে পূর্ব প্রস্তুতিমূলক কিছু করণীয় বিষয় আছে, যার কারণে হাজ্বীর হজ্ব অর্থবহ ও প্রাণবন্ত হয়ে ওঠে। হজ্বব্রত পালনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ, মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধন সুদৃঢ়তর করণ এবং একজন সচেতন ও বিপ্লবী মানুষ তৈরী হওয়া। তাই আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার সাফল্য এবং আখেরাতে মুক্তি প্রত্যাশি প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য পূর্ব প্রস্তুতিমূলক বিষয়গুলো অতিব গুরুত্বপূর্ণ। মকবুল হজ্বের বিনিময় একমাত্র জান্নাত। তাই হজ্ব-পূর্ব করণীয়, হজ্ব পূর্ব প্রস্তুতি হজ্বের ইচ্ছা পোষণকারীর জন্য অত্যন্ত গুরুত্ববহ। তাই, নিম্নে কয়েকটি করণীয় বিষয়ের উল্লেখ করা হলো:
১। শিরক মুক্ত হওয়া
শিরকযুক্ত, শিরক মিশ্রিত সৎ আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। যত আমলই করা হোক আমলকারী যদি শিরকের সাথে জড়িত থাকে, তাহলে সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে। মহান আল্লাহ বলেন,